বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

হবিগঞ্জ প্রেস ক্লাব সংস্কারের দাবিতে অবস্থান কর্মসূচি 

হবিগঞ্জ প্রতিনিধি 

হবিগঞ্জ প্রেস ক্লাব সংস্কারের দাবিতে অবস্থান কর্মসূচি 

হবিগঞ্জ প্রেস ক্লাব সংস্কারের দাবিতে আবারও অবস্থান কর্মসূচি পালন করেছেন হবিগঞ্জে কর্মরত সাংবাদিকরা। রোববার (১২ জানুয়ারি) হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নিমতলা কালেক্ট্ররেক্ট প্রাঙ্গণে আন্দোলনকারী সাংবাদিকরা ৩ ঘণ্টা অবস্থান করেন। এসময় সংস্কারের ৫ দফা দাবি নিয়ে বক্তব্য দেন তারা। 

এ সময় সাংবাদিকরা বলেন, ‘হবিগঞ্জ প্রেস ক্লাব সংস্কারের ৫ দফা দাবিতে গত বছরের ৩০ ডিসেম্বর থেকে আন্দোলন করে আসছি। আন্দোলনের মুখে গত ৩১ ডিসেম্বর প্রেস ক্লাবের সাধারণ সভায় সাবেক এমপি আবু জাহিরের মনোনীত কমিটি বাতিল করে ৭ সদস্য বৈশিষ্ট্য এডহক কমিটি গঠন করেন নেতারা। 

পরে ওইদিন আন্দোলনরত সাংবাদিকদের ৬ সদস্যের প্রতিনিধির সঙ্গে বৈঠকে আমাদের দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। সে সময় নেতারা জানান এডহক কমিটি একসাপ্তাহের মধ্যে প্রথম মিটিংয়ে আমাদের ডাকা হবে। কিন্তু ১২ দিন অতিবাহিত হলেও আমাদেরকে ডাকা হয়নি।

হুঁশিয়ারি দিয়ে সাংবাদিকরা বলেন, আমাদের দাবি না মেনে যদি কোন নির্বাচন প্রক্রিয়া শুরু হয় বা নির্বাচনের তফশিল ঘোষণা হয় তাহলে হবিগঞ্জবাসীকে সঙ্গে নিয়ে আমরা এই প্রহসনের নির্বাচন বাতিলের ডাক দিবো।

অবস্থান কর্মসূচি শেষে তারা হবিগঞ্জ জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান, জেলা পুলিশ সুপার রেজাউল করিম খান, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো. আসাদুজ্জামান কাউছারের সঙ্গে দেখা করে তাদের দাবির কথা তুলে ধরেন। এসময় তারা সাংবাদিকদের দাবির বিষয়টি আমলে নিয়ে দ্রুত সমস্যা সমাধানের উদ্যোগ নেয়ার বিষয়ে আশ্বস্থ করেন।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, এখন টেলিভিশন ও খবরের কাগজের জেলা প্রতিনিধি কাজল সরকার, দৈনিক প্রভাকরের ভারপ্রাপ্ত সম্পাদক ও আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সহিবুর রহমান, আমার সংবাদের জেলা প্রতিনিধি  মীর আব্দুল কাদির, বাংলাদেশ সমাচারের জেলা প্রতিনিধি আব্দুল হান্নান টিপু, দেশ টিভির জেলা প্রতিনিধি আমির হামজা প্রমুখ।

টিএইচ